শিরোনাম:
নদী রক্ষার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
নদী রক্ষার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সংগঠনের উদ্যোগে নবগঙ্গা রক্ষা পরিষদের ব্যানারে আজ সকাল ১১টায় শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয় ।
মানববন্ধন থেকে নবগঙ্গার দুই পাড় থেকে অবৈধ বসতি উচ্ছেদ ও দুষণ- দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। এছাড়া নবগঙ্গা সহ জেলার ভেতর দিয়ে প্রবাহিত সকল নদ-নদী ড্রেজার দিয়ে খনন ও সংস্কারের দাবি জানানো হয়।
মানববন্ধনে নবগঙ্গা রক্ষা পরিষদের আহবায়ক এমএস জামান শিমুল, পরিবেশকর্মী মাসুদ আহমেদ সঞ্জু, সাংস্কৃতিককর্মী শাহিনুর আলম লিটন, নাজিম উদ্দিন জুলিয়াস সহ অনেকে নদী রক্ষার দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয় ।
Tag :