ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, প্রাণ হারালেন দোকানি

Reporter Name

খুলনাঃ

খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে ট্রাকচাপায় অশোক রায় (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত অশোক রায় পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায়ের ছেলে।

সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন।

মোহাম্মদ শাহিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করেছে স্থানীয়রা। তবে, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দিনগত রাত সোয়া ১০টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক আলাইপুর ব্রিজের উপর ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়। এতে দু’টি দোকান একেবারে গুঁড়িয়ে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :

About Author Information
Update Time : ১১:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
৮৯ Time View

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, প্রাণ হারালেন দোকানি

Update Time : ১১:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

খুলনাঃ

খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে ট্রাকচাপায় অশোক রায় (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত অশোক রায় পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায়ের ছেলে।

সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন।

মোহাম্মদ শাহিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করেছে স্থানীয়রা। তবে, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দিনগত রাত সোয়া ১০টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক আলাইপুর ব্রিজের উপর ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়। এতে দু’টি দোকান একেবারে গুঁড়িয়ে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

সবুজদেশ/এসইউ