সবুজদেশ ডেক্সঃ নীলফামারী-১ (ডোমার, ডিমলা) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচনী মাঠে নৌকা নাকি লাঙ্গল প্রতীকের প্রার্থী নির্বাচনে

অংশ নেবেন, তা নিয়ে চলছে আলোচনা। যদিও এ আসনে আওয়ামী লীগ থেকে বর্তমান সাংসদ আফতাব উদ্দিন সরকারকে মনোনীত করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টির সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী এবং ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণিও জোটের প্রার্থী হওয়ার আশায় মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা মহাজোটের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।

সর্বশেষ কে হবেন ওই আসনের প্রার্থী, এ নিয়ে দলীয় নেতা-কর্মী ছাড়াও স্থানীয় ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনার ঝড়। নিজ নিজ দলের নেতা-কর্মীরা তাঁদের প্রার্থীর মনোনীত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। আওয়ামী লীগের সাংসদ আফতাব উদ্দিন সরকার দলীয় মনোনয়নের চিঠি পাওয়ায় তিনি অনেকটাই নিশ্চিত হয়েছেন তাঁর প্রার্থিতার বিষয়ে।

ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি বলেন, ‘যুক্তফ্রন্টকে নিয়ে মহাজোট ঘোষণা হলে দলের চেয়ারম্যান হিসেবে এই আসনে আমিই মহাজোটের প্রার্থী হব। এ ছাড়া নির্বাচনী আইন অনুযায়ী কোনো দল নির্বাচনে অংশ না নিলে তার নিবন্ধন বাতিল হতে পারে। সে ক্ষেত্রে দলের নিবন্ধন টিকিয়ে রাখতেও আমাকে নির্বাচনে যেতে হবে। কৌশলগত কারণে এখানে সিদ্ধান্ত আসতে সময় ক্ষেপণ হচ্ছে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।’

এ বিষয়ে জাতীয় পার্টির সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী বলেন, ‘মহাজোটের প্রার্থী হিসেবে আমার মনোনয়নের ব্যাপারে এখন পর্যন্ত আমি শতভাগ আশাবাদী। আগামী ৮ অথবা ৯ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।’

এই আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন, ‘আমি দলীয় চিঠি নিয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করেছি। সে হিসেবে আমার মনোনয়নই চূড়ান্ত বলে আমি জানি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here