ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নৌকা ছাড়া নতুন লোগো পেল বাংলাদেশ পুলিশ

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০১:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে।

 

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে বাদ পড়েছে নৌকা।

নতুন এই লোগোতে দেখা গেছে, দুই পাশে ধান ও গমের শীষ, উপরে তিনটি পাট পাতা এবং মাঝে পানিতে ভাসমান শাপলা। আর নীচে বাংলায় লিখা ‘পুলিশ’।

পুলিশ সদরদপ্তর এক আদেশে নতুন লোগো পরিবর্তনের কথা আগেই জানিয়েছিল। লোগো পরিবর্তনের বিষয়টি মঙ্গলবার (২২ এপ্রিল) নিশ্চিত হওয়া গেছে।পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই নতুন লোগোটি প্রকাশ হয়েছে। এই লোগো দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে পুলিশের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্ম এবং অন্যান্য জিনিসপত্রে নতুন লোগো ব্যবহার করা হবে জানানো হয়েছে।

এর আগে, ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করা হয়। পরে ২০০৯ সালে লোগোতে পালতোলা নৌকা যোগ করা হয়।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে।

১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসব পরিবর্তনের জন্য পরদিন পুলিশ সদরদপ্তর অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

নৌকা ছাড়া নতুন লোগো পেল বাংলাদেশ পুলিশ

Update Time : ০১:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে বাদ পড়েছে নৌকা।

নতুন এই লোগোতে দেখা গেছে, দুই পাশে ধান ও গমের শীষ, উপরে তিনটি পাট পাতা এবং মাঝে পানিতে ভাসমান শাপলা। আর নীচে বাংলায় লিখা ‘পুলিশ’।

পুলিশ সদরদপ্তর এক আদেশে নতুন লোগো পরিবর্তনের কথা আগেই জানিয়েছিল। লোগো পরিবর্তনের বিষয়টি মঙ্গলবার (২২ এপ্রিল) নিশ্চিত হওয়া গেছে।পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই নতুন লোগোটি প্রকাশ হয়েছে। এই লোগো দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে পুলিশের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্ম এবং অন্যান্য জিনিসপত্রে নতুন লোগো ব্যবহার করা হবে জানানো হয়েছে।

এর আগে, ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করা হয়। পরে ২০০৯ সালে লোগোতে পালতোলা নৌকা যোগ করা হয়।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে।

১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসব পরিবর্তনের জন্য পরদিন পুলিশ সদরদপ্তর অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে।

সবুজদেশ/এসইউ