ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পছন্দের বউ রেখে বাসর রাত থেকে ‘উধাও’ বর

Reporter Name

মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের জুড়ীতে বাসর রাতে নিজ বাড়ি থেকে বর আব্দুল কাদির শুকুর (২৭) নিখোঁজ হয়েছেন।

শুক্রবার এ ঘটনা ঘটে। শুকুর উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামের চরু মিয়ার ছেলে।

শুকুরের বড় ভাই সদ্য দুবাই ফেরত নুর ইসলাম জানান, স্থানীয় বাছিরপুর ইবতেদায়ী মাদ্রাসার সহকারী হিসেবে কর্মরত শুকুর। প্রায় ছয় মাস আগে জায়ফরনগর ইউনিয়নের কাটানালারপার গ্রামের আঁখি আক্তার নামে এক মেয়েকে নিজ পছন্দে বিয়ে করে।

নুর আরো জানান, শুক্রবার রাতে কনেকে আনুষ্ঠানিকভাবে বাড়িতে উঠিয়ে আনা হয়। রাত ১২টার পর আখিঁকে বাথরুমে যাওয়ার কথা বলে শুকুর ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় পরও সে নিজের কক্ষে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরে বাথরুমের কাছে শুকুরের পায়ের জুতা ও গায়ের গেঞ্জি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

জুড়ী থানার ওসি মো.জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, ওই ঘটনায় নিখোঁজের ভাই নুর ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শুকুরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

About Author Information
আপডেট সময় : ০৮:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯
১১১৩ Time View

পছন্দের বউ রেখে বাসর রাত থেকে ‘উধাও’ বর

আপডেট সময় : ০৮:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯

মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের জুড়ীতে বাসর রাতে নিজ বাড়ি থেকে বর আব্দুল কাদির শুকুর (২৭) নিখোঁজ হয়েছেন।

শুক্রবার এ ঘটনা ঘটে। শুকুর উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামের চরু মিয়ার ছেলে।

শুকুরের বড় ভাই সদ্য দুবাই ফেরত নুর ইসলাম জানান, স্থানীয় বাছিরপুর ইবতেদায়ী মাদ্রাসার সহকারী হিসেবে কর্মরত শুকুর। প্রায় ছয় মাস আগে জায়ফরনগর ইউনিয়নের কাটানালারপার গ্রামের আঁখি আক্তার নামে এক মেয়েকে নিজ পছন্দে বিয়ে করে।

নুর আরো জানান, শুক্রবার রাতে কনেকে আনুষ্ঠানিকভাবে বাড়িতে উঠিয়ে আনা হয়। রাত ১২টার পর আখিঁকে বাথরুমে যাওয়ার কথা বলে শুকুর ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় পরও সে নিজের কক্ষে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরে বাথরুমের কাছে শুকুরের পায়ের জুতা ও গায়ের গেঞ্জি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

জুড়ী থানার ওসি মো.জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, ওই ঘটনায় নিখোঁজের ভাই নুর ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শুকুরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।