শিরোনাম:
পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর কালীগঞ্জের সেই শতবর্ষী রেন্ট্রি গাছের ডাল কর্তন শুরু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে ঝিনাইদহ কালীগঞ্জের সেই শতবর্ষী রেন্ট্রি গাছের ঝুকিপূর্ণ বড় বড় শুকনা ডালগুলি কর্তন শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে ঝিনাইদহ জেলা পরিষদের তত্বাবধানে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের বড় রেন্ট্রি গাছের শুকনা ডালগুলি কাটা চলছে। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর শহরের নতুন বাজারের একটি গাছের শুকনো ডাল মাথায় পড়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল রউফের স্ত্রী ফাহমিদা খাতুন (৩৫) নিহত হয়েছিল। এবং গত বছরে আরো এক গৃহবধু নিহতসহ এ পর্ষন্ত আহত হয়েছেন অসংখ্য মানুষ। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা বলেন, গাছের শুকনো ডাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারন মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবেই জেলা প্রশাসনের নির্দ্দেশে তড়িৎ ভাবে ডাল কাটা শুরু করা হয়েছে। এবং পর্ষায়ক্রমে শহরের সকল ঝুঁকিপূর্ণ গাছ ও গাছের ডাল কাটা হবে।
Tag :