পিকআপের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
যশোরঃ
যশোরের কেশবপুরে চলন্ত পিকআপের নিচে ঝাঁপ দিয়ে রবিন দত্ত (৪৮) নামে এক গুড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে শহরের ত্রিমোহিনী মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রবিন দত্ত শহরের সাহাপাড়ার মৃত শান্তি রাম দত্তের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো-ড-১৪-৫৯৫৬) ত্রিমোহিনী মোড়ে আসলে রবিন দত্ত আত্মহত্যার উদ্দেশ্যেই পিকআপের সামনে ঝাঁপ দিয়ে পিছনের চাকায় পিষ্ট হন।
দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রবিনের স্ত্রী প্রতিমা দত্তের আবেদনের প্রেক্ষিতে পুলিশ নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।
নিহতের স্ত্রী প্রতিমা দত্ত জানান, তার স্বামী প্রায়ই আত্মহত্যার চেষ্টা করতেন। প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, রবিন দত্ত মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে যেত।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসানুল মিজান রুমি জানান, মৃত অবস্থায় রবিনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহমেদ জানান, কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ পিকআপটি আটক করেছে।