পুলিশের মাতাল কনস্টেবলকে তরুণীর জুতাপেটা!
রাজশাহীঃ
রাজশাহীতে তরুণীকে উত্ত্যক্ত করার সময় সাব্বির হোসেন (৩০) নামে এক কনস্টেবলকে ধরে পিটুনি দিয়েছে জনতা।
বৃহস্পতিবার রাতে মহানগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে শুক্রবার সকালে সাব্বিরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তবে তার বিরুদ্ধে দুপুর পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার এক তরুণীকে উত্ত্যক্ত করেন পবা থানায় কর্মরত কনস্টেবল সাব্বির। এক পর্যায়ে জুতা খুলে তাকে পেটাতে থাকেন তরুণী। এ সময় তার সঙ্গে যুক্ত হন স্থানীয়রাও।
প্রাণ বাঁচাতে একটি বাসায় ঢুকে পড়েন সাব্বির। পরে ওই বাড়ি ঘেরাও করে রাখেন এলাকাবাসী। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাব্বিরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। অভিযোগ না হলেও তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রুহুল কুদ্দুস।
রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী খান জানান, স্থানীয়রা তাদের জানিয়েছেন- ঘটনার সময় কনস্টেবল সাব্বির মাতাল ছিলেন। উদ্ধারের পর রাতে তার ডোপ টেস্ট করা হয়নি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকসেবনের কথা স্বীকার করে সাব্বির বলেছেন, মাঝেমধ্যে একটু-আধটু খেয়ে থাকেন।