সবুজদেশ ডেক্সঃ দলীয় মনোনয়ন ফরম বিতরণের সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে পুলিশ। রোববার প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

১৪ নভেম্বর বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণকে ঘিরে নয়াপল্টনে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয় এবং কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই দিন কী ঘটেছিল, তার পূর্ণাঙ্গ বিবরণ জানানোর নির্দেশ দিয়ে পুলিশকে চিঠি দিয়েছিল ইসি। সে অনুযায়ী রোববার পুলিশ ঘটনার প্রতিবেদন ইসিতে জমা দেয়।

জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, পুলিশের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর ওই ঘটনার প্রতিবেদন দেওয়া হয়েছে। সিলগালা একটি খামে প্রতিবেদন দেওয়া হয়েছে। সিইসি বরাবর দেওয়া ওই প্রতিবেদন তাঁরা খোলেননি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here