হাবিব ওসমান,(নিজস্য প্রতিনিধি) : পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন এই স্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে কালীগঞ্জ থানা চত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
সোমবার বিকালে কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলীর সভাপতিত্বে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ওপেন হাউস ডে তে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ সুপার, পুলিশের বিশেষ সেবা কিভাবে মানুষ ভোগ করবে এবং পুলিশ কিভাবে দ্রুত সহায়তা দিবে এসকল বিষয় নিয়ে উপস্থিত সকলকে অবহিত। শহীদ নূর আলী কলেজের অধ্যাপক সুব্রত নন্দির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, নিয়ামতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান লিটন, ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, শিক্ষক হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর সার্কেল এএসপি কনক কুমার দাস, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লষ্কার, রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, ওয়ার্ড কাউন্সিলর ফাইজুর রহমান চুন্নু প্রমূখ, কালীগঞ্জে কর্মরত ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, পুলিশের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার পুলিশের সকল কর্মকর্ত ও পুলিশ সদসদের নিয়ে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে বিভিন্ন যানবাহনের চালকদের কাছে জনসচেতনা মুলক লিফলেট বিতরন করেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here