ছবি : সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

অনলাইনের প্রপাগান্ডা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি তো প্রতিদিনি মরি, মরে যাই। প্রতিদিনি আমাকে অনলাইনে মেরে ফেলে। আমরা জন্য কবর খোঁড়া হয়। আমার জানাজা হয়। প্রপাগাণ্ডা কি, এতো নোংরা রাজনীতি পৃথিবীতে আছে? এত নষ্ট রাজনীতি।

তিনি বলেন, রাত ২টায় সাংবাদিকরা ফোন করে বলে আমি সুস্থ আছি কিনা। আমি তখন বলি কেন? তখন সাংবাদিকরা বলে আমরা শুনেছি আপনি হাসপাতালে, অসুস্থ।

বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘পাঠান’ সিনেমা বাংলাদেশে আসা নিয়ে ওবায়দুল কাদের বলেছেন, আমার মনে হয় এটা ভালো। এতে আমরা আরও সমৃদ্ধ হব। বিনিময় থাকা ভালো।

ওবায়দুল কাদের বলেন, এক সময় বাংলা ছবি দেখতাম, আমাদের দেশের ‘সুতরাং’ পর্যন্ত দেখিছি। আমি মূলত উত্তম কুমার ও সুচিত্রার বই বেশি দেখতাম। আমার মনে হয় তারা বাংলা সিনেমার সবেচেয়ে ভাল অ্যাক্টর। তাদের কোনো তুলনা হয় না। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিম এদের ছবি মাঝে মাঝে দেখা হতো। রহমান-শবনম এ জুটিটা ভালো ছিল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here