ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিককে দিয়ে ভাইকে কয়েক টুকরো, নায়িকা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ৪৮৪ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

দক্ষিণ ভারতের ধারওয়াড় জেলায় প্রেমিককে দিয়ে আপন ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বোন কন্নড় অভিনেত্রী শানায়া কাটওয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) পুলিশ তাকে গ্রেপ্তার করে। খবর: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে বলা হয়, ভাই রাকেশ কাটওয়েকে (৩২) হত্যার অভিযোগে পুলিশ শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

খুনের ঘটনায় জড়িত আরো চারজনকে গ্রেপ্তার করেছে ধারওয়াড় জেলা পুলিশ। তারা হলেন- তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) ও নিয়াজ আহমেদ কাটিগর (২১)। পরে তাদের জিজ্ঞাসবাদে রাকেশ হত্যার পেছনে শানায়া জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে।

পুলিশ জানায়, নিয়াজের সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল ভাই রাকেশের। এর জেরে নিয়াজ প্রেমিকাকে নিয়ে রাকেশকে হত্যার চক্রান্ত করে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাকেশকে তার বাড়িতেই খুন করা হয় এবং ঘটনার সময় উপস্থিত ছিলেন শানায়াও। এরপর নিয়াজ ও বাকি তিন অভিযুক্ত রাকেশের লাশ টুকরো টুকরো করে বনাঞ্চলে ফেলে দেন।

সবুজদেশ/এসইউ

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

প্রেমিককে দিয়ে ভাইকে কয়েক টুকরো, নায়িকা গ্রেফতার

Update Time : ০৯:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

সবুজদেশ ডেস্কঃ

দক্ষিণ ভারতের ধারওয়াড় জেলায় প্রেমিককে দিয়ে আপন ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বোন কন্নড় অভিনেত্রী শানায়া কাটওয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) পুলিশ তাকে গ্রেপ্তার করে। খবর: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে বলা হয়, ভাই রাকেশ কাটওয়েকে (৩২) হত্যার অভিযোগে পুলিশ শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

খুনের ঘটনায় জড়িত আরো চারজনকে গ্রেপ্তার করেছে ধারওয়াড় জেলা পুলিশ। তারা হলেন- তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) ও নিয়াজ আহমেদ কাটিগর (২১)। পরে তাদের জিজ্ঞাসবাদে রাকেশ হত্যার পেছনে শানায়া জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে।

পুলিশ জানায়, নিয়াজের সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল ভাই রাকেশের। এর জেরে নিয়াজ প্রেমিকাকে নিয়ে রাকেশকে হত্যার চক্রান্ত করে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাকেশকে তার বাড়িতেই খুন করা হয় এবং ঘটনার সময় উপস্থিত ছিলেন শানায়াও। এরপর নিয়াজ ও বাকি তিন অভিযুক্ত রাকেশের লাশ টুকরো টুকরো করে বনাঞ্চলে ফেলে দেন।

সবুজদেশ/এসইউ