ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১২ যুবতীসহ আটক ২৯
আজ সোমবার দুপুরে শহরের পুরাতন বাসষ্টান্ডে অবস্থিত আলবেগ হোটেল ও নতুন বাসষ্টান্ড এলাকায় অবস্থিত হোটেল নিউ গার্ডেন সিটিতে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক ও সহকারী কমিশনার সজল কুমার। এসময় আলবেগ হোটেল থেকে আটককৃতরা হলেন- আলফাডাঙ্গা উপজেলার সোহান (২৭), সালথার মোঃ দলিল সেক (২৫), সদর উপজেলার মোঃ ইউসুফ প্রমানিক (৩৫), রাজবাড়ী জেলার আব্দুর রহিম (৩৪) এবং একই সাথে চারজন যুবতী। হোটেল নিউ গার্ডেন সিটি থেকে আটককৃতরা হলেন- হোটেল কর্মচারী মাজেদ আলী (৪০) ও ইমরান মল্লিক (২৭), সদর উপজেলার সোহেল (২০), রানা (২৫), দূর্জয় (২৫), মোঃ হায়দার (২৫), রুহুল আমিন (৩৮), আবু বক্কর সিদ্দিকি (২৫), নগরকান্দার ওসমান (৩৫), বোয়ালমারীর মিজান (৪০), ভাঙ্গার রাসেল (২৬), রাজবাড়ীর রাকিব (২৪), নগরকান্দার সোলায়মান (২৬) এবং একই সাথে আট জন যুবতী। এ ব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাসষ্টান্ডে অবস্থিত আলবেগ হোটেল ও নতুন বাসষ্টান্ড এলাকায় অবস্থিত হোটেল নিউ গার্ডেন সিটিতে যৌথভাবে অভিযান চালাই আমরা দুইজন ম্যাজিষ্টেট। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১২ যুবতীসহ মোট ২৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে দন্ডবিধির ১৮৬০ এর ২৯৪ ধারায় ১২জন যুবতী ও ১৫ জন খদ্দেরকে ৭দিন করে কারাদন্ড প্রধান করা হয়। এছাড়া একই ধারায় হোটেল নিউ গার্ডেন সিটি হোটেলের দুই কর্মচারীকে এক মাসের কারাদন্ড প্রধান করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।এদিকে শহরের আবাসিক হোটেল গুলোতে বেড়ে গেছে অসামাজিক কার্যকলাপ বলে অভিযান কালে স্থানীয়রা জানান। তারা বলেন মালিকদের অতিরিক্ত অর্থ লোভের কারনে এমন ঘটনা বেড়েই চলছে শহরের আবাসিক হোটেল গুলোতে। এ ব্যাপারে শহরের আবাসিক হোটেল গুলোতে প্রশাসনের কঠোর নজরদারীর দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।