ফরিদপুরে বজ্রপাতে নারীসহ নিহত ৩
ফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় বজ্রপাতে নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালথা উপজেলার কাগদি স্বজনকান্দা গ্রামের ইদ্রিস মোল্যার স্ত্রী হাসি বেগম (৪৫), বাতা গ্রামের ইসমাইল মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (৪৭) ও নগরকান্দা উপজেলার দক্ষিণ বিলনালিয়া গ্রামের পাচু বেপারীর ছেলে ইমরান বেপারী (২২)।
মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্যা জানান, দুপুরে হাসি বেগম রান্না করছিলেন। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
অন্যদিকে বিল্লাল মোল্যা বাড়ির পাশে পাটক্ষেতে কাজ করার সময় ও ইমরান বেপারী নদীতে পাট ধোঁয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক একেএম ফরহাদ মৃত ঘোষণা করেন।