ফেন্সিডিলসহ ১৩ মাদক মামলার আসামী গ্রেফতার
কুষ্টিয়াঃ
কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর মফিজ উদ্দিন লেনের ঝাউতলা গলিতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও ৯০ বোতল ফেন্সিডিলসহ ১৩টি মাদক মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী মহিরুল ইসলাম মহিদুল (৪৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১২ জানায়, গোপন খবরের ভিত্তিতে গত ০৯ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর মফিজ উদ্দিনলেনের ঝাউতলা গলিতে একটি বিশেষ অভিযান চালিয়ে মহিরুল ইসলাম মহিদুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ১৫০ পিস ইয়াবা,৯০ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ১টি সীমকার্ড, ১টি মেমোরী কার্ডসহ তাকে গ্রেফতার করে র্যাব-১২’র অভিযান টিমের সদস্যরা।
গ্রেফতারকৃত মহিদুল কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর মফিজ উদ্দিন লেনের ঝাউতলা এলাকার শেখ আজাহারের ছেলে। মহিরুল ইসলাম মহিদুল ১৩টি মাদক মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী তার নামে কুষ্টিয়া মডেল থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।