ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকের আদলে তৈরি হার্টসবুক

Reporter Name

ঢাকাঃ

বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের পাশাপাশি যুক্ত হল ‘হার্টসবুক’ (heartsbook) বা এইচবি।

ফেসবুকের মতোই হার্টসবুক বা এইচবিতে আছে লাইক, কমেন্ট ও শেয়ারিং সিস্টেম।

হার্টসবুকে টিভি দেখার পাশাপাশি আরও থাকছে মেসেঞ্জার, ফটো, অডিও-ভিডিও পোস্ট করার অপশন। প্রচুর পরিমাণে স্টিকার ও কয়েন সেন্ড করা যাবে হার্টসবুকে।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে হার্টসবুকের মহরত অনুষ্ঠিত হয়। কেক কেটে মহরত অনুষ্ঠান উদ্বোধন করেন, হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল।

About Author Information
আপডেট সময় : ০৪:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
৩৮০ Time View

ফেসবুকের আদলে তৈরি হার্টসবুক

আপডেট সময় : ০৪:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯

ঢাকাঃ

বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের পাশাপাশি যুক্ত হল ‘হার্টসবুক’ (heartsbook) বা এইচবি।

ফেসবুকের মতোই হার্টসবুক বা এইচবিতে আছে লাইক, কমেন্ট ও শেয়ারিং সিস্টেম।

হার্টসবুকে টিভি দেখার পাশাপাশি আরও থাকছে মেসেঞ্জার, ফটো, অডিও-ভিডিও পোস্ট করার অপশন। প্রচুর পরিমাণে স্টিকার ও কয়েন সেন্ড করা যাবে হার্টসবুকে।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে হার্টসবুকের মহরত অনুষ্ঠিত হয়। কেক কেটে মহরত অনুষ্ঠান উদ্বোধন করেন, হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল।