সবুজদেশ ডেক্সঃ ৫জি ফোল্ডএবল স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়ে টেক জায়ান্ট হুয়াওয়ে। আগামী ২০১৯ সালের মাঝামাঝি সময়ে এ ফোন বাজারে আসবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ডেপুটি চেয়ারম্যান কেন হু।

চলতি সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম-এর বার্ষিক সভায় কথা বলার সময় হু বলেন, ‘হুয়াওয়েতে ২০১৯ সালের মাঝামাঝি আমরা আমাদের প্রথম ৫জি স্মার্টফোন উন্মোচন করবো। দ্রুতগতি ও কম বাধার কারণে এগুলো ৫জি নেটওয়ার্কের সুবিধা নেবে।’

হু’র দাবি, নতুন স্মার্টফোনে ৫জি ১০০ গুণ দ্রুততর হবে এবং ৪জি নেটওয়ার্কের চেয়ে ৫০ গুণ গতিসম্পন্ন হবে। ৫জি প্রযুক্তির পাশাপাশি নতুন এই স্মার্টফোনটিতে ভাঁজযোগ্য পর্দা থাকবে বলেও জানিয়েছেন হু।

হু বলেন, “আমাদের প্রথম ৫জি স্মার্টফোনে আমরা একটি ফোল্ডএবল পর্দা আনতে যাচ্ছি। স্মার্টফোনে এবারই প্রথম ফোল্ডএবল পর্দা আনা হচ্ছে।”

হুয়াওয়ে ছাড়াও ইতোমধ্যেই ফোল্ডএবল স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here