বজ্রপাত রোধে ১০ হাজার তালের চারা রোপন
যশোরঃ
দেশকে বজ্রপাত থেকে রক্ষা করতে যশোর সদর উপজেলার বিভিন্ন গ্রামে১০ হাজার তাল গাছের চারা রোপন করা হয়েছে। এসময় কৃষকদের তাল গাছের বীজ থেকে চারা তৈরি ও তাল গাছ থেকে রস ,গুড় তৈরি পরিচর্যা কর্মশালা দিয়েছে বাংলাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউট।
শনিবার জেলা কৃষকলীগের আয়োজনে যশোর সদর উপজেলার আরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। যশোর বিএ এসআর আই মহাপরিচালক ড.আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা) বলাই কৃষ্ণ হাজরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ও বন বিভাগ যশোরের কর্মকর্তা সরওয়ার আলম,বৈজ্ঞনিক কর্মকর্তা মৃর্ত্তিকা সম্পদ জি এম মোস্তাফিজুর রহমান, বাংরাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউট প্রযুক্তি পরিচালক ড.এ এস এম আমান উল্লাহ,জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড.শামসুর রহমান,সাধারন সম্পাদক এ্যাড.মোশারফ হোসেন।
এসময় প্রধান অতিথি বলাই কৃষ্ণ হাজরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দেশের প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত থেকে নিরাপদে থাকার জন্য সারা দেশে এ কার্যক্রম চলছে। মানুষের জীবনের নিরাপত্তা বিধানের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ কার্যক্রম হাতে নিয়েছেন। এ কর্মসূচী সফল ভাবে বাস্তবায়ন হলে আমাদের দেশে প্রতি বছর যে পরিমান মানুষ বজ্রপাতে মারা যায় তা অনেকাংশে রোধ করা যাবে। তাই জীবনের নিরাপত্তার জন্য প্রত্যেককেই একটি করে তাল গাছ রোপন করা উচিৎ।