ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাঙালিবাবু অক্ষয়!

Reporter Name

পরিচালক রিমা কাগতির নতুন ছবি ‘গোল্ড’- এ একজন বাঙালিবাবুর চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। চরিত্রটির নাম তপন দাস।

অক্ষয় তার প্রথম জীবনে চাকরি সূত্রে অনেক দিন কলকাতায় ছিলেন। তাই স্বাভাবিক ভাবেই এই চরিত্রে অভিনয় বেশ উপভোগ করছেন এই বলিউড তারকা।

‘গোল্ড’ ছবিতে তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌনী রায়কে। হিন্দি সিরিয়ালে অনেক দিন ধরে কাজ করছেন বাঙালি মৌনী। এই ছবি দিয়ে সিনেমায় ডেবিউ করছেন তিনি।

‘গোল্ড’ ছবিটি মূলত স্বাধীন ভারতের প্রথম হকি টিমের চ্যাম্পিয়ন হওয়ার ঘটনাকে ঘিরে আবর্তিত। ছবিটি ১৯৩৬ সালে তপন দাস নামে এক সহযোগী ম্যানেজারের গল্প বলে, যেখানে তার অক্লান্ত প্রচেষ্টায় প্রথমবার স্বাধীন ভারত হকি চ্যাম্পিয়ন হয়। হাকির সেই স্বর্ণযুগকে ট্রিবিউট দিচ্ছে এই সিনেমা।

ছবির বেশির ভাগ শুটিং হয়েছে লন্ডন ও ভারতের বিভিন্ন এলাকায়। আগামী ১৫ অগস্ট ছবিটি মুক্তি পাচ্ছে। আপাতত, অক্ষয়ের বাঙালি লুক তার ফ্যানদের কেমন লাগে, সেটাই দেখার।

About Author Information
আপডেট সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
১০৯৪ Time View

বাঙালিবাবু অক্ষয়!

আপডেট সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮

পরিচালক রিমা কাগতির নতুন ছবি ‘গোল্ড’- এ একজন বাঙালিবাবুর চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। চরিত্রটির নাম তপন দাস।

অক্ষয় তার প্রথম জীবনে চাকরি সূত্রে অনেক দিন কলকাতায় ছিলেন। তাই স্বাভাবিক ভাবেই এই চরিত্রে অভিনয় বেশ উপভোগ করছেন এই বলিউড তারকা।

‘গোল্ড’ ছবিতে তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌনী রায়কে। হিন্দি সিরিয়ালে অনেক দিন ধরে কাজ করছেন বাঙালি মৌনী। এই ছবি দিয়ে সিনেমায় ডেবিউ করছেন তিনি।

‘গোল্ড’ ছবিটি মূলত স্বাধীন ভারতের প্রথম হকি টিমের চ্যাম্পিয়ন হওয়ার ঘটনাকে ঘিরে আবর্তিত। ছবিটি ১৯৩৬ সালে তপন দাস নামে এক সহযোগী ম্যানেজারের গল্প বলে, যেখানে তার অক্লান্ত প্রচেষ্টায় প্রথমবার স্বাধীন ভারত হকি চ্যাম্পিয়ন হয়। হাকির সেই স্বর্ণযুগকে ট্রিবিউট দিচ্ছে এই সিনেমা।

ছবির বেশির ভাগ শুটিং হয়েছে লন্ডন ও ভারতের বিভিন্ন এলাকায়। আগামী ১৫ অগস্ট ছবিটি মুক্তি পাচ্ছে। আপাতত, অক্ষয়ের বাঙালি লুক তার ফ্যানদের কেমন লাগে, সেটাই দেখার।