‘বাবর এমন একজন তারকা যা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই’
সবুজদেশ ডেস্কঃ
বিশ্ব ক্রিকেটে বর্তমান এক নম্বর তারকা ব্যাটার হচ্ছেন বাবর আজম। তার ব্যাটিং নৈপুণ্যে মুগ্ধ ক্রিকেট ভক্তরা। এবার তাকে নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আবিদ আলী।
আবিদের অধ্যায় শেষ হয় বাবর আজমের সময়। দল থেকে ছিটকে গেলেও ক্রিকেটের ওপরেই নজর রাখেন তিনি। বিশ্বকাপের আগে দল নিয়ে আলাপে অংশ নিয়ে এই ওপেনার বাবরকে নিয়ে এ মন্তব্য করেন। তিনি চান, ফর্মের তুঙ্গে থাকা অধিনায়ক বাবর আজমের নিয়মিত সমালোচনা হোক।
অবশ্য এমন অদ্ভুত চাওয়ার কারণটাও পরিষ্কার করেছেন পাকিস্তানের এই ব্যাটার। তিনি বলেন, বাবর আমার সঙ্গে খেলেছে, সে আমার জুনিয়রও। এখন সে বিশ্বমানের খেলোয়াড়। সে পাকিস্তানের এমন একজন তারকা যা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।
তিনি আরও বলেন, বাবরের সমালোচনা হওয়া উচিত। যখন তাকে নিয়ে সমালোচনা হয়, আল্লাহ তাকে এমনভাবে আশীর্বাদ করেন যে সে কোনো বাধা ছাড়াই পারফর্ম করে।
কয়েক ম্যাচে রানখরা চললেই শুরু হয় বাবর আজমের সমালোচনা। আবিদের বিশ্বাস, এমন আচরণও মূলত বাবরের প্রতি ভালোবাসার প্রকাশ। পাকিস্তানের হয়ে বাবর ভবিষ্যতেও পারফর্ম চালিয়ে যাবেন বলে বিশ্বাস সাবেক এই ওপেনারের।
এই ব্যাটার বলেন, তার ব্যাটিং সব সময়ই উপভোগ্য। আশা করি সে পাকিস্তান দলের হয়ে পারফরম্যান্স চালিয়ে যাবে। যদি এক বা দুটি ম্যাচে সে পারফর্ম না করে তাহলে মানুষ বলতে শুরু করে বাবর কেন পারফর্ম করেনি। এমনকি যারা বাবরের সমালোচনা করেন তারাও চান তিনি পারফর্ম করুক।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ব্যাটারের প্রশংসায় আবিদ আলী বলেন, একজন ক্রিকেটার যে মাঠের ভেতরে খেলছে তাকে প্রতিটি দিক বিবেচনায় রাখতে হবে। বাবরকেও অবশ্যই ভাবতে হবে, আমার কোন দিকে দুর্বলতা আছে। তার যদি কোথাও ঘাটতি থাকে তাহলে পরের ম্যাচেই সেঞ্চুরি করে তা পূরণ দিতে পারে এবং এর পর সবাই তার প্রশংসা করে।
আবিদ আলী পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট ম্যাচ খেলেছেন। এর মধ্যে করেছেন ৪ সেঞ্চুরি। ৩২ বছর বয়সে অভিষেকের পরেও তাকে দারুণ সম্ভাবনাময় একজন ক্রিকেটার হিসেবেই বিবেচনা করেছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।