সবুজদেশ ডেক্সঃ  বাল্য বিবাহ নিরোধ দিবস পালন উপলক্ষে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা অংশ নেন।

জেলা প্রশাসন, শিশু একাডেমী ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনটিসি এফ) এতে সহযোগিতা করে।

মানববন্ধনে বিভিন্ন নারী সংগঠন নিজ নিজ ব্যানারে নানা স্লোগানে অংশ নেয়। এসময় বিভিন্ন দিক নিয়ে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফেরদৌসী বেগম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা বিউটি, স্বাবলম্বীর কোহিনূর বেগম, নারী প্রগতি সংঘের মৃণাল কান্তি চক্রবর্তী, সংবাদকর্মী আলপনা বেগমসহ নারী নেত্রীরা বক্তব্য রাখেন।

পরে কুড়পার মহিলা বিষয়ক কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here