ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির চার নেতাকর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টায় মামলা: আটক ৩

ফাইল ছবি-

 

যশোরের চৌগাছায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বিএনপির চার নেতাকর্মীকে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আহত আবুল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করে মামলাটি করেন। পুলিশ এ পর্যন্ত তিন সন্ত্রাসীকে আটক করেছেন। আহত সকলকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সন্ত্রাসীদের হাতে বিএনপি নেতাকর্মী আহতের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, আটকৃতরা হলেন, কাদবিলা গ্রামের সুশান্ত রায় মৈত্রের ছেলে অপূর্ব রায় মৈত্র, মৃত নাজিম উদ্দিনের ছেলে সোহেল রানা ও মৃত আব্দুল আজিজের ছেলে মকবুল হোসেন। বুধবার আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আহতদের স্বজন শাহ আলম বলেন, ধারালো অস্ত্রের কোপে প্রত্যেকের শরীরে ক্ষত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ পায়েল হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। বাকি আসামীদের আটকে পুলিশ তৎপর আছেন।

এ দিকেবিএনপির চার নেতাকর্মীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার রাতে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের লোমহর্ষক, পৈশাচিক, বর্বরোতা ও কাপুরুচিত ঘটনায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন।আবিলম্বে দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

বিএনপির চার নেতাকর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টায় মামলা: আটক ৩

Update Time : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

 

যশোরের চৌগাছায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বিএনপির চার নেতাকর্মীকে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আহত আবুল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করে মামলাটি করেন। পুলিশ এ পর্যন্ত তিন সন্ত্রাসীকে আটক করেছেন। আহত সকলকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সন্ত্রাসীদের হাতে বিএনপি নেতাকর্মী আহতের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, আটকৃতরা হলেন, কাদবিলা গ্রামের সুশান্ত রায় মৈত্রের ছেলে অপূর্ব রায় মৈত্র, মৃত নাজিম উদ্দিনের ছেলে সোহেল রানা ও মৃত আব্দুল আজিজের ছেলে মকবুল হোসেন। বুধবার আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আহতদের স্বজন শাহ আলম বলেন, ধারালো অস্ত্রের কোপে প্রত্যেকের শরীরে ক্ষত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ পায়েল হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। বাকি আসামীদের আটকে পুলিশ তৎপর আছেন।

এ দিকেবিএনপির চার নেতাকর্মীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার রাতে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের লোমহর্ষক, পৈশাচিক, বর্বরোতা ও কাপুরুচিত ঘটনায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন।আবিলম্বে দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

সবুজদেশ/এসইউ