শিরোনাম:
বিএনপির হঠাৎ মিছিল
বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার ‘সুচিকিৎসা’ ও ‘নিঃশর্ত মুক্তির’ দাবিতে আজ শনিবার রাজধানীতে মিছিল হয়েছে। জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকাল পৌনে আটটায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিমসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি বিএমএ ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ের দিকে এগিয়ে যায়।
গত ১ জুলাই রুহুল কবির রিজভীর নেতৃত্বে হঠাৎ এরকম একটি মিছিল বনানী বাজার থেকে শুরু হয়ে গুলশান ১ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয়। গত ৩ আগস্ট সকালে শংকর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে এমন আরেকটি বিক্ষোভ মিছিল ধানমন্ডি ২৭-এ গিয়ে শেষ হয়।
Tag :