ঢাকাঃ

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর সেকশনের ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন— মো. বায়েজিদ (৪৭) ও তার স্ত্রী অঞ্জনা আক্তার (৪০) এবং তাদের ছেলে মো. ফারহান (১৭)।

ঢাকা কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ওই নারী ও ছেলেটির মরদেহ বিছানার ওপরে পাওয়া গেছে। বায়েজিদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে।

তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি- স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বায়েজিদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে অনেকেরই ধারণা তিনি ঋণের কারণে আত্মহত্যা করতে পারেন। সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here