বিপুল পরিমাণ বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার
বরিশালঃ
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৩৫টি বিদেশি মদের বোতল ও ১২টি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়েছে। এসময় মদ ও বিয়ারসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার টরকী বন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দীপক চন্দ্র ও তার বাবা কানাই চন্দ্র।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানা পুলিশের এএসআই কাজী আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টরকী বন্দরস্থ আটককৃতদের নিজ বাসায় অভিযান চালানো হয়। এসময় তাদের বাসা থেকে ৩৫ বোতল মদ ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
বাবা ও ছেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এএসআই কাজী আনোয়ার হোসেন।