ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ১৬৭ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

যশোরঃ

বিএসএফ কর্তৃক ভারতীয় ড্রাইভারদের হয়রানির প্রতিবাদে সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ রেখেছে ট্রান্সপোর্ট সমিতি। পণ্য আমদানি বন্ধ থাকায় পেট্রাপোল বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার জানান, ওপারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতীয় ড্রাইভাররা যখন পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরের দিকে আসে তখন ভারতের জয়ন্তিপুর বিএসএফ ক্যাম্পর সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা ট্রাক থামিয়ে চেকিংয়ের নামে হয়রানি করে। বিএসএফের এমন হয়রারি বন্ধ না হওয়া পর্যন্ত তারা বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানি করবে না। তবে ভারতীয় পণ্য আমদানি বন্ধ থাকলেও বাংলাদেশী পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক আছে।

তিনি আরো জানান, বেনাপোল দেশের বৃহত্তম স্থল বন্দর। স্থল পথে ভারত থেকে সবচেয়ে বেশী পণ্য আমদানি হয়ে থাকে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৪০০ থেকে সাড়ে ৪৫০টি ট্রাক প্রবেশ করে। যার অধিকাংশই গার্মেন্টস শিল্পের কাচামাল।

তাছাড়া ভারতের পেট্রাপোল বন্দরে এমনিতেই সবসময় পণ্যজট লেগেই থাকে। একদিন আমদানি বন্ধ থাকলে পেট্রাপোল বন্দরে পণ্যজট তৈরি হয়।

বেনাপোল কাস্টমসের কার্গো অফিসার স্বপন কুমার জানান, বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি বন্ধ রয়েছে। তবে রফতানি বাণিজ্য সচল আছে। আমাদের কোনো সমস্যা নেই। ভারতের সমস্যা সমাধান হলে আমদানি বাণিজ্য সচল হবে।

Tag :
জনপ্রিয়

বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ

Update Time : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১

যশোরঃ

বিএসএফ কর্তৃক ভারতীয় ড্রাইভারদের হয়রানির প্রতিবাদে সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ রেখেছে ট্রান্সপোর্ট সমিতি। পণ্য আমদানি বন্ধ থাকায় পেট্রাপোল বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার জানান, ওপারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতীয় ড্রাইভাররা যখন পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরের দিকে আসে তখন ভারতের জয়ন্তিপুর বিএসএফ ক্যাম্পর সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা ট্রাক থামিয়ে চেকিংয়ের নামে হয়রানি করে। বিএসএফের এমন হয়রারি বন্ধ না হওয়া পর্যন্ত তারা বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানি করবে না। তবে ভারতীয় পণ্য আমদানি বন্ধ থাকলেও বাংলাদেশী পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক আছে।

তিনি আরো জানান, বেনাপোল দেশের বৃহত্তম স্থল বন্দর। স্থল পথে ভারত থেকে সবচেয়ে বেশী পণ্য আমদানি হয়ে থাকে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৪০০ থেকে সাড়ে ৪৫০টি ট্রাক প্রবেশ করে। যার অধিকাংশই গার্মেন্টস শিল্পের কাচামাল।

তাছাড়া ভারতের পেট্রাপোল বন্দরে এমনিতেই সবসময় পণ্যজট লেগেই থাকে। একদিন আমদানি বন্ধ থাকলে পেট্রাপোল বন্দরে পণ্যজট তৈরি হয়।

বেনাপোল কাস্টমসের কার্গো অফিসার স্বপন কুমার জানান, বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি বন্ধ রয়েছে। তবে রফতানি বাণিজ্য সচল আছে। আমাদের কোনো সমস্যা নেই। ভারতের সমস্যা সমাধান হলে আমদানি বাণিজ্য সচল হবে।