বেনাপোল সীমান্তে হুন্ডির টাকা ও ফেনসিডিলসহ আটক -২
যশোরঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ লাখ হুন্ডির টাকা ও ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান (২০) ও
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাবো গ্রামের চায়না বেগম (৬৫)।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
অপরদিকে, বেনাপোল সীমান্ত থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ চায়নাকে আটক প্রসঙ্গ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।