ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার তুরিন জামায়াতের রোকন বানিয়ে আমাকে নির্যাতন করেছে

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা ব্যারিস্টার তুরিন আফরোজের বিচার চেয়েছেন তার মা শামসুন্নাহার তাসলিম। তুরিন তাকে অকথ্য ভাষায় গালাগাল ও নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শামসুন্নাহার তাসলিম বলেন, ‘তুরিন আমাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে পালিয়ে থাকতে হচ্ছে। পৌনে এক বছর যাবত আমি উত্তরার বাসা থেকে বের হয়েছি। গ্রামের বাড়ি নীলফামারীতেও আমার বাবার জায়গা দখলের চেষ্টা করছে। আমি মানবাধিকার বঞ্চিত হচ্ছি। আমি বিচার চাই।’

তুরিন আফরোজের মা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর থাকা অবস্থায় তুরিন ক্ষমতার অপব্যবহার করে আমাকে পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে। তুরিন সে সময় আমাকে জামায়াতের রোকন বানিয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য লিখেই যাচ্ছে। আমাকে হয়রানি করেই যাচ্ছে। আমি তার বিচার চাই।

পুলিশের কাছে কোনো অভিযোগ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে শামসুন্নাহার তাসলিম বলেন, আমি জিডি করতে থানায় গেছি। পুলিশ ঘণ্টার পর ঘণ্টা আমাকে বসিয়ে রেখে ফেরত দিয়েছে।

তিনি আরও বলেন, ২৪ সালে আওয়ামী লীগ সরকার চলে গেছে। এতদিন আমি কারও কাছে বিচার চাইতে পারিনি। এখন আমি বিচার চাই।

ব্যারিস্টার তুরিন আফরোজের কাছে নিগৃহীত হয়ে নিজ বাড়িতে ফিরতে এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছিলেন তার মা শামসুন্নাহার তাসলিম।

সবুজদেশ/এসইউ

Tag :

ব্যারিস্টার তুরিন জামায়াতের রোকন বানিয়ে আমাকে নির্যাতন করেছে

Update Time : ০৫:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

 

আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা ব্যারিস্টার তুরিন আফরোজের বিচার চেয়েছেন তার মা শামসুন্নাহার তাসলিম। তুরিন তাকে অকথ্য ভাষায় গালাগাল ও নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শামসুন্নাহার তাসলিম বলেন, ‘তুরিন আমাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে পালিয়ে থাকতে হচ্ছে। পৌনে এক বছর যাবত আমি উত্তরার বাসা থেকে বের হয়েছি। গ্রামের বাড়ি নীলফামারীতেও আমার বাবার জায়গা দখলের চেষ্টা করছে। আমি মানবাধিকার বঞ্চিত হচ্ছি। আমি বিচার চাই।’

তুরিন আফরোজের মা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর থাকা অবস্থায় তুরিন ক্ষমতার অপব্যবহার করে আমাকে পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে। তুরিন সে সময় আমাকে জামায়াতের রোকন বানিয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য লিখেই যাচ্ছে। আমাকে হয়রানি করেই যাচ্ছে। আমি তার বিচার চাই।

পুলিশের কাছে কোনো অভিযোগ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে শামসুন্নাহার তাসলিম বলেন, আমি জিডি করতে থানায় গেছি। পুলিশ ঘণ্টার পর ঘণ্টা আমাকে বসিয়ে রেখে ফেরত দিয়েছে।

তিনি আরও বলেন, ২৪ সালে আওয়ামী লীগ সরকার চলে গেছে। এতদিন আমি কারও কাছে বিচার চাইতে পারিনি। এখন আমি বিচার চাই।

ব্যারিস্টার তুরিন আফরোজের কাছে নিগৃহীত হয়ে নিজ বাড়িতে ফিরতে এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছিলেন তার মা শামসুন্নাহার তাসলিম।

সবুজদেশ/এসইউ