শিরোনাম:
ভারতের বন্যার্তদের পাশে থাকার আশ্বাস ইমরানের
ভারতের কেরালার বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ট্যুইটের মাধ্যমে বলেছেন পাকিস্তানের মানবিকতা এখন ভারতের বন্যার্তদের সঙ্গে। যেকোনও সাহায্যের জন্য প্রস্তুত পাকিস্তান।
দেশের ২২ তম প্রধানমন্ত্রী ইমরান বৃহস্পতিবার বিকেলে ট্যুইটটি করেন।
ট্যুইটে পাক প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সাধারণ মানুষের পক্ষ থেকে এই বার্তা যাচ্ছে ভারতের কাছে। আমরা প্রার্থনা জানাচ্ছি খুব দ্রুত যেন এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে কেরালা।
প্রসঙ্গত গত ১০০ বছরে এমন বন্যা দেখেনি কেরালা। বন্যা ও ধসে মৃতের সংখ্যা ৩৫০ ছাপিয়ে গেছে। বাস্তুহারা হাজার হাজার মানুষ।
Tag :