ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পাচারকালে ৬টি হনুমান উদ্ধার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে ভারতে পাচারকালে হনুমান সহ ১১ লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে হনুমান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সাতানী দিয়ে বাংলাদেশ হতে ভারতে বন্যপ্রানী পাচার করা হবে। এমন সংবাদ প্রাপ্তির পর বিজিবি বৈকারী বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। এ সময় সকাল ১০টার দিকে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে খাঁচা সহ ৬টি হনুমান সাতানী পাকা রাস্তার উপরে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে খাঁচাসহ ৬টি মুখপোড়া হনুমান উদ্ধার করে বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত বন্যপ্রানার সত্যতা নিশ্চিত করে বলা হয়, উদ্ধারকৃত বন্যপ্রানীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :

ভারতে পাচারকালে ৬টি হনুমান উদ্ধার

Update Time : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

 

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে ভারতে পাচারকালে হনুমান সহ ১১ লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে হনুমান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সাতানী দিয়ে বাংলাদেশ হতে ভারতে বন্যপ্রানী পাচার করা হবে। এমন সংবাদ প্রাপ্তির পর বিজিবি বৈকারী বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। এ সময় সকাল ১০টার দিকে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে খাঁচা সহ ৬টি হনুমান সাতানী পাকা রাস্তার উপরে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে খাঁচাসহ ৬টি মুখপোড়া হনুমান উদ্ধার করে বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত বন্যপ্রানার সত্যতা নিশ্চিত করে বলা হয়, উদ্ধারকৃত বন্যপ্রানীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ