ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দামুড়হুদা ও জীবননগর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নে শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়াডাঙ্গা -০২ অাসনের এমপি টগর
আল মামুন সোহাগা চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা ও জীবননগর উপজেলাকে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও  কনফারেন্সিং এর মাধ্যমে দামুড়হুদা ও জীবননগর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করিলেন দেশরত্ন শেখ হাসিনা।শুভ উদ্বোধন অনুষ্ঠানে  উপস্থিত চুয়াডাঙ্গা -০২ অাসনের উন্নয়নের রুপকার, নৌকার মাঝি, জননন্দিত নেতা জনাব হাজী মোঃ অালী অাজগার টগর এমপি।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে  উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদুৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জীবননগর উপজেলায় শতভাগ বিদুত্যায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় জীবননগর উপজেলা হলরুমে বৃহস্পতিবার সকাল ১১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জীবননগর উপজেলার শতভাগ বিদুত্যায়নের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোঃআব্দুল লতিফ অমল,উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জীবননগর পল্লীবিদ্যুৎ এর এজিএম মনিরুল ইসলাম,জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান,রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ,কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলুসহ উপজেলার বিভিন্ন দফতরের দফতর প্রধানগণ।
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদুৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দামুড়হুদা উপজেলায় শতভাগ বিদুত্যায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। আয়োজনে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সহযোগিতায় উপজেলা প্রশাসন দামুড়হুদা চুয়াডাঙ্গা এর শুভ উদ্বোধন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা মডেল থানান ওসি জনাব সুকুমার বিশ্বাস,  সৈয়দা নাফিজা সুলতানা, এসমায় আরো ছিলেন  উপজেলার বিভিন্ন দফতরের দফতর প্রধানগণ।
শতভাগ বিদ্যুতের আওতায় আসা উপজেলাগুলি হচ্ছে চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, নবাবগঞ্জ, দোহার, কাশিয়ানী, মুকসেদপুর, গোপালগঞ্জ সদর, মিঠামইন, তাড়াইল, ইটনা, হোসেনপুর, কিশোরগঞ্জ সদর, বাজিতপুর, শ্রীমঙ্গল, নাটোর সদর, নলডাঙ্গা, গুরুদাসপুর, পুঠিয়া, চারঘাট, বাঘা, তানোর, চিতলমারী, চুয়াডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা, পিরোজপুর সদর, হরিরামপুর, সাটুরিয়া, ঘিওর, আত্রাই, মহাদেবপুর, রাণীনগর, নিয়ামতপুর, ঝালকাঠি সদর, রাজাপুর, পাবনা সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ, জৈন্তাপুর, বালাগঞ্জ, ডুমুরিয়া, ফেনী সদর, কুষ্টিয়া সদর, কুমারখালী, ফুলবাড়ী, কাহারোল, রামগঞ্জ, রাঙ্গুনিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, বিজয়নগর, কসবা, বাঞ্চারামপুর, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, লালমাই, তিতাস, মেঘনা, হোমনা, দাউদকান্দি, নাঙ্গলকোট, বুড়িচং, লাকসাম, চৌদ্দগ্রাম, চাটখিল, সোনাইমুড়ি, দক্ষিণ সুনামগঞ্জ, তারাগঞ্জ, রংপুর সদর, তালা, কক্সবাজার সদর, টেকনাফ,গাংনী,দৌলতখান, তজুমুদ্দিন, সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, তাড়াশ, চৌহালী, মাদারীপুর সদর, নীলফামারী সদর, কালীগঞ্জ, কালিয়াকৈর, শরীয়তপুর সদর, ডামুড্যা, চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ, হাইমচর, সোনারগাঁ, নন্দীগ্রাম, সোনাতলা, দুপচাঁচিয়া, বগুড়া সদর, কাহালু, আদমদীঘি, শাহজাহানপুর, চরভদ্রাসন, আলফাডাঙ্গা, মাগুরা সদর ও শ্রীপুর।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন যে সাতটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন সেগুলি হচ্ছে বড়পুকুরিয়া ২শ’৭৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, ব্রাহ্মণগাঁও ১শ’ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, আওরাহাটি ১শ’ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কড্ডা ১শ’ ৪৯ মেগাওয়াট এইচএফওভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পানগাঁও ৩শ’ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সিরাজগঞ্জ ১শ’৪১ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন সাইকেল বিদ্যুৎকেন্দ্র, এবং টেকনাফ ২০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র।
আল মামুন সোহাগ 
চুয়াডাঙ্গা প্রতিনিধি

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here