ঢাকাঃ

আবরার হত্যাকাণ্ডের ঘটনা প্রত্যক্ষকারী তারই বন্ধু ১৭তম ব্যাচের শিক্ষার্থী আরাফাত ও আহনাফরা পুরো ঘটনা বর্ণনা দিতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন।

বুধবার আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে আবরার ফাহাদের কয়েক বন্ধু হাজির হন। এ সময় তারা আবরারের মৃত্যুর আগের পুরো ঘটনা বর্ণনা করেন।

আবরারের বন্ধু আরাফাত বলেন, পৌনে ২টার দিকে আমি যখন ডাইনিংয়ের দিকে যাচ্ছিলাম তখন আমাদের রুমের বারান্দার সামনে আবরারের দেহ ধড়পড় করছিল। আমি সেখানে (২০১১ নম্বর কক্ষ) গিয়ে বলেছি আববার অসুস্থ, তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে।

এ সময় আমাকে অমিত সাহা বলেছে, আবরার অভিনয় করছে। ও শিবির করে। আমরা পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এসে ওকে নিয়ে যাবে। এর পরও আমি ওদেরকে বলেছি, সে অভিনয় করছে না। ওর শরীর খুব খারাপ মনে হচ্ছে। এর পরও তারা নিষ্ঠুরভাবে বলেছে, আবরার অভিনয় করছে। এ সময় হত্যাকারীদের কেউ কেউ বলছিল, আবরার এখনো মরেনি ওকে আরো মারতে হবে।

এই বর্ণনা দিতে গিয়ে আবরারের বন্ধু আরাফাত ও আহনাফ হাউমাউ করে কেঁদে ওঠেন।

কান্নাবিজড়িত কণ্ঠে আবরারের হত্যাকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধুরা সবার উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, আমরা আবরারকে বাঁচাতে পারিনি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here