মহেশপুরে থানা পুলিশের অভিযানে ৪২০ বোতল ফেন্সীডিল সহ ২ মাদক ব্যাবসাহী আটক
সবুজদেশ ডেক্সঃ ১৪ ই অক্টোবর সন্ধা রাত্রে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের এক বিশেষ ঝটিকা অভিযানে আলম সাধুতে করে বয়ে নিয়ে যাওয়া ৪২০ বোতল ফেন্সীডিল সহ ২ মাদক ব্যাবসাহীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। আটককৃত মালামাল, আলমসাধু এবং ২ মাদক ব্যাবসাহীকে মহেশপুর থানায় আটক রাখা হয়েছে। মহেশপুর থানার সদ্য যোগদানকৃত ওসি রাশেদুল আলম জানান গোপন সংবাদে জানতে পারি উপজেলার আজমপুর বাজার রোডে একটি আলমসাধুতে ভারতীয় ফেন্সীডিল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই আলিমুজ্জামান, এস আই কামাল হোসেন, এ এস আই সিরাজুল ইসলাম সহ কয়েকজন সঙ্গীও সোর্স নিয়ে আজমপুর এলাকায় এক ঝুটিকা অভিযান চালিয়ে একটি আলমসাধু আটক করেন। এসময় আটককৃত আলমসাধুর উপরে ফ্রেমের মধ্যে বিচালী দিয়ে সাজিয়ে রাখা ৪২০ বোতল ফেন্সীডিল উদ্ধার করা হয়। পরে বিশেষ তথ্য মতে মহেশপুর হাসপাতাল থেকে দুই মাদক ব্যাবসাহীকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। উল্লেখ ওসি রাশেদুল আলম যোগদানের পর থেকে একের পর এক মাদক অভিযান চালিয়ে বেশ কয়েকটি মাদকের চালান আটক করতে সক্ষম হয়েছে। ইতি মধ্যে তিনি মহেশপুরে মাদকের বিরুদ্ধে ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছেন।