ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে পিকআপ ভ্যান আটকিয়ে ২২১ বোতল ফেন্সীডিলসহ ৩ মাদক ব্যবসাহী আটক

Reporter Name

সবুজদেশ ডেক্সঃ মহেশপুরে পিকআপ ভ্যান আটকিয়ে ২২১ বোতল ফেন্সীডিলসহ ৩ মাদক ব্যবসাহী আটক, থানায় মামলা। থেকে ” ঝিনাইদহের মহেশপুর পৌরসভার চড়কতলা নামক স্থানে একটি পিকআপ ভ্যান আটকিয়ে ২২১ বোতল ফেন্সীডিল সহ ৩ মাদক ব্যবসাহীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সুত্রে জানা গেছে ২২ সেপ্টেম্বর ভোরে মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম গোপন সুত্রে জানতে পারে মহেশপুর যাদবপুর সড়কে পেঁপে ভর্তি একটি পিকআপ ভ্যান যোগে ভারতীয় ফেন্সীডিল আসছে। এমন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে এস আই রফিকুল ইসলাম,এস আই আলিমুজ্জামান,এস আই কামাল হোসেন,এ এস আই ইকরামুল সহ সঙ্গীও সোর্স নিয়ে মহেশপুর পৌরসভার চড়কতলা নামকস্থান থেকে একটি পেঁপে ভর্তি পিকআপ ভ্যান আটক করে। আটককৃত পিকআপে পেঁপে ভর্তি বস্তা তল্লাসি করে ২২১ বোতল ফেন্সীডিল, সহ পিকাআপে থাকা ৩ মাদক ব্যবসাহী ও সাথে পিকআপটি আটক করে। আটককৃত মালামাল, পিকআপ ভ্যান,ও ৩ জন আসামী ১। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মতিলালপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের পুত্র নজরুল ইসলাম (৩০) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জিউধারা গ্রামের জামাল আকন এর পুত্র গিয়াস উদ্দিন (২৫) একই গ্রামের আমজাদ আলীর পুত্র আলমগীর হোসেন (২৫) কে আটক করে মহেশপুর থানা হেবাজতে রাখে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার নং- ২৪/১৮ । ৭০০ সিসি পিকআপ যার রেজিঃ-নং- টাকা মেট্রো – ন – ১৫-৪৮৬৩ ।

Tag :

About Author Information
Update Time : ০৭:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
৯৬২ Time View

মহেশপুরে পিকআপ ভ্যান আটকিয়ে ২২১ বোতল ফেন্সীডিলসহ ৩ মাদক ব্যবসাহী আটক

Update Time : ০৭:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮

সবুজদেশ ডেক্সঃ মহেশপুরে পিকআপ ভ্যান আটকিয়ে ২২১ বোতল ফেন্সীডিলসহ ৩ মাদক ব্যবসাহী আটক, থানায় মামলা। থেকে ” ঝিনাইদহের মহেশপুর পৌরসভার চড়কতলা নামক স্থানে একটি পিকআপ ভ্যান আটকিয়ে ২২১ বোতল ফেন্সীডিল সহ ৩ মাদক ব্যবসাহীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সুত্রে জানা গেছে ২২ সেপ্টেম্বর ভোরে মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম গোপন সুত্রে জানতে পারে মহেশপুর যাদবপুর সড়কে পেঁপে ভর্তি একটি পিকআপ ভ্যান যোগে ভারতীয় ফেন্সীডিল আসছে। এমন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে এস আই রফিকুল ইসলাম,এস আই আলিমুজ্জামান,এস আই কামাল হোসেন,এ এস আই ইকরামুল সহ সঙ্গীও সোর্স নিয়ে মহেশপুর পৌরসভার চড়কতলা নামকস্থান থেকে একটি পেঁপে ভর্তি পিকআপ ভ্যান আটক করে। আটককৃত পিকআপে পেঁপে ভর্তি বস্তা তল্লাসি করে ২২১ বোতল ফেন্সীডিল, সহ পিকাআপে থাকা ৩ মাদক ব্যবসাহী ও সাথে পিকআপটি আটক করে। আটককৃত মালামাল, পিকআপ ভ্যান,ও ৩ জন আসামী ১। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মতিলালপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের পুত্র নজরুল ইসলাম (৩০) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জিউধারা গ্রামের জামাল আকন এর পুত্র গিয়াস উদ্দিন (২৫) একই গ্রামের আমজাদ আলীর পুত্র আলমগীর হোসেন (২৫) কে আটক করে মহেশপুর থানা হেবাজতে রাখে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার নং- ২৪/১৮ । ৭০০ সিসি পিকআপ যার রেজিঃ-নং- টাকা মেট্রো – ন – ১৫-৪৮৬৩ ।