শিরোনাম:
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর কলেজ মোড় এলাকায় মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে গোলাম রসূল (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই উপজেলার পদ্মপুকুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রসূল একই উপজেলার মানিকদিহি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্থানীয় পদ্মপুকুর কলেজে যাচ্ছিল গোলাম রসুল। পথিমধ্যে কলেজ মোড় এলাকায় পৌঁছালে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সবুজদেশ/এসইউ
Tag :