মহেশপুরে ২২ হাজার ইউ এস ডলার সহ এক যুবক আটক, থানায় মামলা
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের মহেশপুর থানার ওসি রাশেদুল আলমের বিচক্ষনতায় ২২ হাজার ইউ এস ডলার সহ এক যুবককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সুত্রে জানা গেছে ২১ অক্টোবর ভোরে মহেশপুর থানার ওসি রাসেদুল আলম গোপন সংবাদে জানতে পারে সেজিয়া বাজার থেকে তরিকুল ইসলাম নামের এক যুবক ইউ এস ডলার পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে থানাধীন ভৈরবা ক্যাম্প ইনচার্জ এস আই আকবার আলী, এ এস আই ইসমাইল হোসেন সঙ্গিও সোর্স সাথে নিয়ে এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভৈরবা বাজার এলাকা থেকে তরিকুল ইসলাম নামের এক ডলার পাচারকারীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে তাহার পায়ের জুতার ভিতরে সাজিয়ে রাখা ২২ হাজার ইউ ডলার উদ্ধার করে। আটককৃত তরিকুল উপজেলার ভৈরবা গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে। এ ব্যাপারে ডলার পাচার আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।