শিরোনাম:
মহেশপুর ভৈরবা বাজারে ট্রাকের ধাক্কায় রেজওয়ান নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু
সবুজদেশ ডেক্সঃ মহেশপুর ভৈরবা বাজারে ট্রাকের ধাক্কায় রেজওয়ান নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু। ” থেকে ” ২৩ সেপ্টেম্বর রবিবার সকালে ঝিনাইদহেরর মহেশপুর উপজেলার ভৈরবা বাজার সংলগ্ন মুড়োতলা নামক স্থানে একটি ঘাতক ট্রাকের ধাক্কায় রেজওয়ান (১৩) নামের এক স্কুলছাত্রের করুন মৃত্যু হয়েছে। মৃত রেজওয়ান ডালভাঙা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সে পার্শবর্তি গ্রাম লালপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করেছে। যার নাম্বার যশোর- ট -১১-০১১৩৫।
Tag :