ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাকে সাথে নিয়ে বাবাকে খুন করলো তিন ছেলে

Reporter Name

কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রৌমারীতে জমি লিখে না দেয়ায় মাকে সাথে নিয়ে তিন ছেলে তাদের বাবাকে খুন করেছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত নুরু মিয়া (৫৩) বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। আটককৃতরা হলেন নিহত নুরু মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন (৪৮), ছেলে রাশেদুল ইসলাম (৩০), আব্দুল্লাহ (২২) ও আতিকুর রহমান (১৮)।

লাশ উদ্ধার করে রৌমারী থানায় নেয়া হয়েছে। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রবাসী নুরু মিয়া দীর্ঘদিন কুয়েতে চাকরি করে ছয়-সাত বিঘা জমি কিনেন। এরমধ্যে বেশি জমি স্ত্রী-ছেলেদের নামে ক্রয় করেন এবং তিন বিঘা জমি নুরু মিয়া তার নিজের নামে ক্রয় করেন। দীর্ঘদিন থেকে বাবার নামে কেনা জমি নিজেদের নামে লিখে দিতে চাপ দেয় স্ত্রী ও তিন ছেলে।

এ নিয়ে বেশ কিছু দিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরের মেঝেতে ফেলে মাকে সঙ্গে নিয়ে তিন ছেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নুরু মিয়াকে হত্যা করে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About Author Information
আপডেট সময় : ০৯:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
৩৭৪ Time View

মাকে সাথে নিয়ে বাবাকে খুন করলো তিন ছেলে

আপডেট সময় : ০৯:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯

কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রৌমারীতে জমি লিখে না দেয়ায় মাকে সাথে নিয়ে তিন ছেলে তাদের বাবাকে খুন করেছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত নুরু মিয়া (৫৩) বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। আটককৃতরা হলেন নিহত নুরু মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন (৪৮), ছেলে রাশেদুল ইসলাম (৩০), আব্দুল্লাহ (২২) ও আতিকুর রহমান (১৮)।

লাশ উদ্ধার করে রৌমারী থানায় নেয়া হয়েছে। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রবাসী নুরু মিয়া দীর্ঘদিন কুয়েতে চাকরি করে ছয়-সাত বিঘা জমি কিনেন। এরমধ্যে বেশি জমি স্ত্রী-ছেলেদের নামে ক্রয় করেন এবং তিন বিঘা জমি নুরু মিয়া তার নিজের নামে ক্রয় করেন। দীর্ঘদিন থেকে বাবার নামে কেনা জমি নিজেদের নামে লিখে দিতে চাপ দেয় স্ত্রী ও তিন ছেলে।

এ নিয়ে বেশ কিছু দিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরের মেঝেতে ফেলে মাকে সঙ্গে নিয়ে তিন ছেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নুরু মিয়াকে হত্যা করে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।