শিরোনাম:
মাতৃভাষা গণগ্রন্থাগার, কালুহুদা, মহেশপুর, ঝিনাইদহ পরিবারের উদ্যোগে কালুহুদা গ্রামের প্রবেশ রাস্তার দু’ধারে বজ্রপাত প্রতিরোধক তাল বীজ রোপন করা হয়
সবুজদেম ডেক্সঃ জীবন নাশা বজ্রপাত এসো করি প্রতিঘাত” এই স্লোগানে মঙ্গলবার বিকালে মাতৃভাষা গণগ্রন্থাগার, কালুহুদা, মহেশপুর, ঝিনাইদহ পরিবারের উদ্যোগে কালুহুদা গ্রামের প্রবেশ মুখ কালুহুদা টু হাবাশপুর রাস্তার দু’ধারে বজ্রপাত প্রতিরোধক তাল বীজ রোপন করা হয়। তাল বীজ রোপন কর্মসূচী শুভ উদ্বোধন করেন মহেশপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু তালহা, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হাসানুজ্জামান, মাতৃভাষা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. কে. টুটুল, গ্রন্থাগারের সম্মানিত সদস্য মোঃ লুৎফর রহমান, মোঃ দাউদ হোসেন, মোঃ তাজমুল আলম বিদ্যুত, মোঃ হাসানুর রহমান, মোঃ শিপলু হোসেন, মোঃ মাসুম বিল্লাহ মোঃ টিটন মিয়া, মোঃ রাকিব হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :