মাদকসক্ত ছেলের হাতে মা খুন
ময়মনসিংহঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মা রোকিয়া বেগমকে (৬৫) কুপিয়ে খুন করেছে ছেলে রুবেল (২৮)। এ ঘটনায় পুলিশ রুবেলকে আটক করেছে।
বুধবার ভোরের দিকে মুক্তাগাছা পৌরশহরের ঈশ্বরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোকিয়া বেগম (৬৫) ওই এলাকার আবুল কালামের স্ত্রী।
এলাকাবাসী জানান, আবুল কালামের তিন ছেলে। তার মধ্যে মেজ ছেলে রুবেল (২৮) মাদকাসক্ত। সম্প্রতি সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বুধবার ভোরে রুবেল তার মা রোকেয়া বেগমকে পেছন থেকে দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা রোকিয়া বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুরে তিনি মারা যান।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে রুবেলকে আটক করা হয়েছে।