মানুষের আয় ৪ গুণ বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী
সিলেটঃ
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৪ গুণ বেড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শনিবার সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২৬৮ জনের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা অফিস আক্রান্তদের মধ্যে মোট ১ কোটি ৩৪ লাখ টাকা অনুদান দেয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের মাথাপিছু আয় ৪ গুণ বেড়েছে। সরকারের নানামুখি পদক্ষেপে বিগত ১০ বছরে দারিদ্র্যসীমার হার প্রায় অর্ধেকে নেমে এসেছে।’
তিনি বলেন, ‘দ্রুতগতিতে একটি দেশের উন্নয়ন হলে, ধনী-গরিবের মধ্যকার ফাঁরাক বৃদ্ধি পায়। কিন্তু, বাংলাদেশে ধনী-গরিবের ফাঁরাক প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকে অনেক কম।’
আব্দুল মোমেন আরও বলেন, ‘বাংলাদেশের জিডিপির হার ৮.১৩ শতাংশ। এশিয়ার ৪৫টি দেশের মধ্যে আমরাই শীর্ষে রয়েছি। প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের কারণেই অর্থনৈতিক এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।’