বলিউডের ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমামালিনী বলেছেন, ‘ আমি যদি ইচ্ছা করি, তাহলে এক মিনিটেই মুখ্যমন্ত্রী হতে পারি’।

বৃহস্পতিবার রাজস্থানের বানসাওয়ারায় এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ এলে কী করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘আমি এভাবে বাধা পড়তে চাই না, কারণ তাতে আমার স্বাধীনতা, চলাফেরা সব বন্ধ হয়ে যাবে।’

হেমা আরও বলেন, কখনই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহী ছিলাম না।বলিউডের ‘ড্রিম গার্ল’ হিসেবে আমার যে খ্যাতি, সে জন্যই মূলত লোকে আমাকে চেনে।”

প্রসঙ্গত, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে নির্বাচিত পার্লামেন্ট (লোকসভা) সদস্য হেমা মালিনী। দেড় দশকেরও আগে ভারতের রাজনীতিতে প্রবেশ করেন উত্তর প্রদেশের সাংসদ ৬৯ বছর বয়সী হেমা মালিনী। ২০০৩ সালে অটল বিহারি বাজপেয়ি সরকারের পক্ষ থেকে হেমা মালিনীকে নির্বাচন করা হলে তিনি প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য হন। উত্তর প্রদেশের মথুরার এই সাংসদ ২০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, আর দেশ ও দেশের বাইরে মিলিয়ে পারফর্ম করেছেন এক হাজারের বেশি অনুষ্ঠানে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here