ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেসির সেই ফ্রি কিক গোলটিই মৌসুমের সেরা

Reporter Name

সবুজদেশ নিউজ ডেস্কঃ

এবারের ব্যালন ডি’অর জিতবেন কে? ফিফা দ্য বেস্ট (ফিফা বর্ষসেরা) বা উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারই বা জিতবেন কে? এসব প্রশ্নেরই উত্তর দেবে সময়। তবে এরই মধ্যে একটা পুরস্কার নিশ্চিত হয়ে গেল।

গত মৌসুমের সেরা গোলের পুরস্কারটি পাচ্ছেন লিওনেল মেসি। লিভারপুলের বিপক্ষে মেসির সেই ফ্রি কিক গোলটিই গত মৌসুমের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।

গত মৌসুমটিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথেই টগবগিয়ে ছুটে চলছিল মেসির বার্সেলোনা। দাপটের সঙ্গেই পৌঁছে গিয়েছিল সেমিফাইনলে। এমনকি লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতে ফাইনালের পথটাও প্রশস্ত করেছিল বার্সা। কিন্তু মেসিদের সেই ফাইনাল স্বপ্ন লিভারপুল গুঁড়িয়ে দেয় নিজেদের ঘরের মাঠের দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে।

৩-০ গোলে এগিয়ে থাকা বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে যায় লিভারপুলই। এবং শেষ পর্যন্ত ফাইনালে টটেনহামকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ ক্লাবটি জিতে নেয় শিরোপাও।

বার্সার এই স্বপ্নভঙে সবচেয়ে বেশি কষ্ট বুঝি পেয়েছিলেন অধিনায়ক মেসিই। কারণ সেমিফাইনাল পর্যন্তই টুর্নামেন্টে ১২টি গোল করেছিলেন মেসি। লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগেও মেসি করেছিলেন দুটি গোল। যার একটি ছিল ফ্রি কিক থেকে।

ন্যু-ক্যাম্পে ম্যাচের ৭৫ মিনিটে ফ্রি কিক পায় বার্সেলোনা। বক্সের অনেকটা বাইরে পাওয়া সেই ফ্রি কিক থেকেই দর্শনীয় এক গোল করেন মেসি। উয়েফার রায়ে মেসির সেই গোলটিই মৌসুমের সেরা গোল নির্বাচিত হয়েছে।

মানে আগামী মাসে উয়েফার বর্ষসেরা পুরস্কার রজনীতে মেসির মৌসুমের সেরা গোলের পুরস্কার প্রাপ্তি নিশ্চিত। সঙ্গে যদি উয়েফার বর্ষসেরা ফুটবলার এবং বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার প্রাপ্তির দৌড়েও আছেন মেসি।

সেরা গোলের পুরস্কারের সঙ্গে এই দুটি পুরস্কারও যদি মেসির হাতেই উঠে, উয়েফার পুরস্কার বিতরণী রাতটি নিশ্চিতভাবেই হয়ে উঠবে মেসির রাত। মেসি ভক্তরা নিশ্চয় সেই কামনাই করছেন।

About Author Information
আপডেট সময় : ০৩:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯
৩৬০ Time View

মেসির সেই ফ্রি কিক গোলটিই মৌসুমের সেরা

আপডেট সময় : ০৩:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯

সবুজদেশ নিউজ ডেস্কঃ

এবারের ব্যালন ডি’অর জিতবেন কে? ফিফা দ্য বেস্ট (ফিফা বর্ষসেরা) বা উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারই বা জিতবেন কে? এসব প্রশ্নেরই উত্তর দেবে সময়। তবে এরই মধ্যে একটা পুরস্কার নিশ্চিত হয়ে গেল।

গত মৌসুমের সেরা গোলের পুরস্কারটি পাচ্ছেন লিওনেল মেসি। লিভারপুলের বিপক্ষে মেসির সেই ফ্রি কিক গোলটিই গত মৌসুমের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।

গত মৌসুমটিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথেই টগবগিয়ে ছুটে চলছিল মেসির বার্সেলোনা। দাপটের সঙ্গেই পৌঁছে গিয়েছিল সেমিফাইনলে। এমনকি লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতে ফাইনালের পথটাও প্রশস্ত করেছিল বার্সা। কিন্তু মেসিদের সেই ফাইনাল স্বপ্ন লিভারপুল গুঁড়িয়ে দেয় নিজেদের ঘরের মাঠের দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে।

৩-০ গোলে এগিয়ে থাকা বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে যায় লিভারপুলই। এবং শেষ পর্যন্ত ফাইনালে টটেনহামকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ ক্লাবটি জিতে নেয় শিরোপাও।

বার্সার এই স্বপ্নভঙে সবচেয়ে বেশি কষ্ট বুঝি পেয়েছিলেন অধিনায়ক মেসিই। কারণ সেমিফাইনাল পর্যন্তই টুর্নামেন্টে ১২টি গোল করেছিলেন মেসি। লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগেও মেসি করেছিলেন দুটি গোল। যার একটি ছিল ফ্রি কিক থেকে।

ন্যু-ক্যাম্পে ম্যাচের ৭৫ মিনিটে ফ্রি কিক পায় বার্সেলোনা। বক্সের অনেকটা বাইরে পাওয়া সেই ফ্রি কিক থেকেই দর্শনীয় এক গোল করেন মেসি। উয়েফার রায়ে মেসির সেই গোলটিই মৌসুমের সেরা গোল নির্বাচিত হয়েছে।

মানে আগামী মাসে উয়েফার বর্ষসেরা পুরস্কার রজনীতে মেসির মৌসুমের সেরা গোলের পুরস্কার প্রাপ্তি নিশ্চিত। সঙ্গে যদি উয়েফার বর্ষসেরা ফুটবলার এবং বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার প্রাপ্তির দৌড়েও আছেন মেসি।

সেরা গোলের পুরস্কারের সঙ্গে এই দুটি পুরস্কারও যদি মেসির হাতেই উঠে, উয়েফার পুরস্কার বিতরণী রাতটি নিশ্চিতভাবেই হয়ে উঠবে মেসির রাত। মেসি ভক্তরা নিশ্চয় সেই কামনাই করছেন।