শিরোনাম:
মেহেরপুরে বিএনপি ও জামায়াতের ২২ নেতাকর্মী আটক
সবুজদেশ ডেক্সঃ মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২২ জন নেতাকর্মীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১৭ টি বোমা সাদৃশ্যবস্তু, চারটি চাপাতি, তিনটি ধারালো ছুরি ও সাতটি লাঠি উদ্ধার করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশের একটি দল গাংনী উপজেলার কল্যাণপুর জুনিয়র হাইস্কুল মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানায়।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, কল্যাণপুর হাইস্কুল মাঠে বেশ কিছু লোক নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মেহেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে
Tag :