মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনষ্টেবলের মর্মান্তিক মৃত্যু
সবুজদেশ ডেক্সঃ দূর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ফিরে আসার পথে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আসাদ রানা নামের এক পুলিশ কনষ্টেবল নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার নুরপুর কুল্যার মোড়ে নামক স্থান দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহত হয়েছে পুলিশ সদস্য কনষ্টেবল আসাদ রানা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের আলী আহমেদের মাষ্টারে ছেলে সে মেহেরপুর কোর্টে কর্মরত ছিলো। মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান জানান, নুরপুর এলাকায় দূর্গাপূজার দায়িত্ব পালন শেষে ফিরে আসার সময় দুটি মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মারাত্বক আহত হয় আসাদ রানা। তাকে দ্রত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে তার অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী যাওয়ার পথে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় মারা যায় সে। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সদস্য রানার এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনে এলাকাবাসী মনে শোকের ছায়া নেমে আসে।
আল মামুন সোহাগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি