ঢাকাঃ

মোবাইল অপারেটরদের তরঙ্গ পুনর্বিন্যাসের জন্য আজ বুধবার রাত ১১টা থেকে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত মোবাইল যোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির মিডিয়া উইংয়ের উপপরিচালক জাকির হোসেন খান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘অপারেটরদের তরঙ্গ পুনর্বিন্যাসের জন্য ব্যবহারকারীরা আজ রাতে আট ঘণ্টা ফোন কল ও ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধার মুখোমুখি হতে পারেন।’

‘আশা করি সকাল ৬টা নাগাদ কাজ শেষ হয়ে যাবে,’ বলেন তিনি।

এর আগে ৩১ মার্চ বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে দুই ধাপে তরঙ্গ পুনর্বিন্যাসের কাজ হবে বলে জানিয়েছিল। প্রথম ধাপে ১ এপ্রিল রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছিল ।

গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের জন্য নতুন করে ২৭ দশমিক চার মেগাহার্টজ তরঙ্গ দেওয়া হয়েছে। তাদের আগের তরঙ্গের সঙ্গে এই তরঙ্গ দুই ধাপে একত্রীকরণ করা হচ্ছে।

১ এপ্রিল টেলিটকের ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের অপর চারটি মোবাইল ফোন অপারেটরের ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের পুনর্বিন্যাসের কাজ করা হয়।

আজ গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের ২০ মেগাহার্টজ স্পেকট্রামের পুনর্বিন্যাস করা হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here