যশোরের ৮ উপজেলায় ৬৭১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
যশোরঃ
দূর্গাউৎসবকে কেন্দ্র করে মাদকের ব্যবহার এবং অপসংস্কৃতি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে। এ উপলক্ষে যশোর জেলায় শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ, জেলা পূজা পরিষদের সভাপতি অসীম কুন্ড, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম, বাঘারপাড়া নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সার্কেল অ্যাডজুন্ট্যান্ট আনোয়ার হোসেন প্রমুখ।
প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, উৎসবমুখর পরিবেশে ৪ অক্টোবর ৬ষ্ঠীর মধ্যে দিয়ে এবং ৮ অক্টোবর বির্সজনের মাধ্যমে দুর্গাপূজা উৎসব শেষ হবে।
যশোরের সদর উপজেলায় ১৪৪টি মন্ডপ, ঝিকরগাছা উপজেলায় ৫৩টি , শার্শা উপজেলায় ৩৯টি , চৌগাছা উপজেলায় ৪৫টি, বাঘারপাড়া ৯১টি ,অভয়নগর উপজেলায় ১২৫টি , মণিরামপুর উপজেলায় ৯৫টি , কেশবপুর উপজেলায় ৯১টি সর্বমোট ৮ উপজেলায় ৬৭১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার সকল মন্ডপে নিজস্ব সিসি ক্যামেরা বসানো ও বির্সজনের দিন রাত ৮টার মধ্যে প্রতিমা বির্সজনের নির্দেশ দেওয়া হয়েছে।