যশোরে উত্যক্তকারীকে গাছে বেঁধে রাখেন এলাকাবাসী
যশোরঃ
যশোরের কেশবপুরে কাঁস্তা গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
উত্যক্তের শিকার মহিলার পারিবারিক সূত্রে জানা গেছে, ভালুকঘর গ্রামের রওশন আলীর ছেলে বিল্লাল হোসেন বাদল (৩৫) দীর্ঘদিন ধরে শফিকুল ইসলাম বিদেশে রয়েছেন। এ সুযোগে বিল্লাল হোসেন বাদল বিভিন্ন সময়ে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
উত্যক্তের শিকার মহিলার চাচাতো ভাই মিলন জানান, শনিবার রাতে বিল্লাল হোসেন বাদল মহিলার বাড়ি যায়। এ সময় মহিলার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে বাদলকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। কেশবপুর থানা পুলিশ খবর পেয়ে বাদলকে আটক করে কেশবপুর থানায় নিয়ে আসে।
কেশবপুর থানার অফিসার ওসি মো. শাহিন জানান, উত্যক্তের শিকার মহিলার জবানবন্দি নেয়ার পর ঘটনা সত্য প্রমাণিত হয়। কেশবপুর থানায় মামলা হয়েছে। বাদলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।