যশোরে ‘গোলাগুলিতে’ যুবক নিহত
সবুজদেশ ডেক্সঃ যশোর শহরের শংকরপুর এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের ‘গোলাগুলিতে’ পারভেজ (২৬) নামের এ যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ শংকরপুর এলাকার আবদুর রশিদের ছেলে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশের ভাষ্য, মধ্যরাতে খবর আসে যে শংকরপুর এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ পারভেজের লাশ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে রাখে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, নিহত পারভেজ শংকরপুর এলাকার মশিয়ার হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা ও হত্যাসহ আরও পাঁচটি মামলা রয়েছে। সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে পারভেজ নিহত হন।
এ ব্যাপারে পারভেজের পরিবারের কারও বক্তব্য জানা যায়নি।