ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী জখম

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে।

 

যশোর শহরের আর এন রোড মসজিদ গলিতে এক ব্যবসায়ী ছিনতাইকারীর ছুরিকাঘাতে জখম হয়েছেন। রোববার (৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী আর এন রোডের মোটর পার্টস ব্যবসায়ী মৃত আহমদুর রহমানের ছেলে জহির আহমেদ (৫২)।

আহত জহির জানান, ঘটনার সময় তিনি মনিহার থেকে বাসায় ফিরছিলেন। পথে মসজিদ গলির মুখে অজ্ঞাত ৩-৪ জন যুবক তার গতিরোধ করে। তারা টাকা-পয়সা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার বাম হাতের দুই স্থানে ছুরিকাঘাত করে মানিব্যাগে থাকা ৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে পথচারীরা এসে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জহির এখন আশঙ্কামুক্ত।

সবুজদেশ/এসইউ

সেই সমন্বয়কের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী জখম

Update Time : ০৮:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

যশোর শহরের আর এন রোড মসজিদ গলিতে এক ব্যবসায়ী ছিনতাইকারীর ছুরিকাঘাতে জখম হয়েছেন। রোববার (৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী আর এন রোডের মোটর পার্টস ব্যবসায়ী মৃত আহমদুর রহমানের ছেলে জহির আহমেদ (৫২)।

আহত জহির জানান, ঘটনার সময় তিনি মনিহার থেকে বাসায় ফিরছিলেন। পথে মসজিদ গলির মুখে অজ্ঞাত ৩-৪ জন যুবক তার গতিরোধ করে। তারা টাকা-পয়সা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার বাম হাতের দুই স্থানে ছুরিকাঘাত করে মানিব্যাগে থাকা ৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে পথচারীরা এসে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জহির এখন আশঙ্কামুক্ত।

সবুজদেশ/এসইউ